Posts

Showing posts from January, 2019

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

Image
পিকনিকের আদর্শ স্থান আমতার ফতেপুর -কল্যাণ অধিকারী আঙুলের ডগায় লম্বা সাদা সিগারেট। ধোঁয়া বের হতে হতে শেষ হবার মুখে। কাউন্টার শেয়ার করাটা যৌবনের স্বভাব। তবুও আজ ওদের এ সবে ডোন্ট কেয়ার ভাব। সকলের হাসি ঠাট্টা, দূরে ধুম ধাড়াক্কা বক্সের আওয়াজ, আর নদীর পাড়ের শীতল হাওয়া গায়ে মেখে পিকনিকের জোরদার আয়োজন ছিল ওদের তত্ত্বাবধানে।  কিছুটা দূরে মেঠো শীতে স্রোত ভোলা শান্ত দামোদর। দু'চোখ জুড়ে দেখলে মনে হবে বড্ড শাসন করেছে কেউ দুঃখের নদীটাকে। স্নানে নামলেও পায়ে পা দিয়ে ঝগড়া করতে নদীগর্ভে টেনে নেয় না। ও পারে শীতের পাদপদ্ম মেশা সবজি ভরা বিস্তীর্ণ উঁচু চর। যেন সর্বসুখের কথা শোনাচ্ছে। এমন সুন্দরী পটভূমি ছিল একটা প্রকান্ড দিনের পরিবেশ মুখি পিকনিক স্থল আমতা'র ফতেপুর।  ডিসেম্বর-জানুয়ারি মাস বাঙালির পিকনিকে মেতে ওঠার সময়। জেলার একাধিক স্থান আনন্দে আবডালে ভরে ওঠে। হাওড়া থেকে ৫২ কিমি দূরে আমতা স্টেশন। ওখান থেকে টোটোয় চেপে দুপাশের গ্রাম্য চিত্র ও বিস্কুট ফ্যাক্টরির ম ম করা সুরভি নাকে নিয়ে ৫কিমি পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন ফতেপুর। পাশের পিচ ঢালা রাস্তা এগিয়ে দেবে নিম্ন দামোদরের পাড়ে।

উনিশের স্রোত

Image
আমার এক্সপেরিমেন্ট 'তুমি' -কল্যাণ অধিকারী  তুমি মানে একটা সকাল, বাকিটা মিঠে রোদের বিকেল। তুমি মানে একটা গোলাপ, চার হাতে ধরা প্রেম। তুমি মানে একটা চুমু, চার ঠোঁটে আটকানো।  তুমি মানে একটা তুমি, বাকিরা সব ডাহা ফেল। তুমি মানে আমার জীবন, আটকা পড়া সময়। তুমি মানে সেই মেয়েটি,  টানা চোখে কথা কওয়া। তুমি মানে স্থির বুদ্ধি, আজও রাতের বোরলীন। তুমি মানে ডিউটি অফ, পার্কে সারাদিন। তুমি মানে রসের উপন্যাস, রাত জেগে পড়ি। তুমি মানে সলিলের গান, রবিঠাকুরের প্রেমি। তুমি মানে পদ্মাবতী, কামড়ে দেওয়া আঙুল।  তুমি মানে সোজাসুজি বিশ্বাস, পূর্ণচাঁদের মতন। তুমি মানে সাইকেল চালানো, সুড়সুড়ি দেওয়া প্লট। তুমি মানে দিনের পর দিন, মাসের পর মাস। তুমি মানে আমার বনলতা,  কলমে টানা প্রেম। তুমি মানে আমার জন্মদিনের রাতে, প্রথম উইশ করা বসন্তবৌরী। তুমি মানে আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ও থার্ড।  তুমি মানে পুরনো ক্যালেন্ডার , নতুন তারিখে ভরা। তুমি মানে ড্রয়িংরুমে রাখা, এক থোকা রজনীগন্ধা। তুমি মানে দারুণ বোঝাপড়া, গোলাপ আর চন্দ্র