Posts

Showing posts from September, 2018

৪০ বছর নিরন্তর লড়াই মিলল স্বীকৃতি

Image
আদিবাসী সংস্কৃতির গবেষক 'বঙ্গবিভূষণ' খ্যাত ডঃ সুহৃদ ভৌমিক উলুবেড়িয়া কলেজে 'সুকৃতি' সম্মানে সম্মানিত কল্যাণ অধিকারী, হাওড়া আমি কৃষ্ণকলি মাহাতো এম.এ পিএইচডি। সাঁওতাল পরগনার এক মেয়ে হয়ে কঠিন পথ পাড়ি জমিয়ে দলিত সম্মেলনে পেপার পড়বার ডাক পেয়েছে তাও খাস ইউরোপে। আদিবাসী সমাজের মেয়ের কঠিন কুষ্ঠি গত অধ্যায় কবিতায় রেখে সমাজের কাহিনী টাই পাল্টে দিয়েছেন এক লেখক। এবার আরও এক সুচেতক গবেষক যিনি আদিবাসী সংস্কৃতির বিজয় রথ তুলে এনেছেন দশকের পর দশক ধরে। এমন সৃষ্টিধর গবেষক মানুষকে 'সুকৃতি' সম্মানে ভূষিত করলো উলুবেড়িয়া কলেজ। ডঃ সুহৃদ ভৌমিক। নিরন্তর গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন এই বিশিষ্ট ভাষাবিদ। যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তনী ও উলুবেড়িয়া কলেজে বঙ্গভাষা বিভাগে তিন দশকের গবেষক। মূলত সাঁওতালি ভাষায় দীর্ঘ প্রায় ৪০ বছর 'হরিয়ড় সাহিত্য পত্রিকা' সম্পাদনার কাজ করে এসেছেন। উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে 'সাঁওতালি ভাষার কবিতা ও গান', 'বঙ্গসংস্কৃতিতে আদিবাসী ঐতিহ্য',  'আর্যরহস্য', 'বাংলা ভাষার গঠন' প্রভৃতি। আদিবাসীদের হাত ধরেই আদিম সভ্যতা গড়ে

তোমার দু'চোখের পাতা ভিজিয়ে দেবে আমার চোখ ভেজা জল

Image
| ওঠো হেমতাজ আসছে পার্বতী | -কল্যাণ অধিকারী  ওঠো হেমতাজ ওঠো,,, দেখো ফুটতে শুরু করেছে কাশফুল। ক'দিন পরেই পার্বতী সন্তানদের সঙ্গে নিয়ে পৌঁছাবে। গোছগাছ শেষের দিকে। ন্যাতা দেওয়া দেয়ালে মা-জেঠিমা এবার আলপনা টানা শুরু করবে।  হেমতাজ তুমি ঘুমবে না কবরে। দীপ্ত হয়ে তাকিয়ে থেকো। তোমার দু'চোখের পাতা ভিজিয়ে দেবে আমার চোখ ভেজা জল। প্রতিরাতে তোমার কথা ভেবে আজও শরীর উষ্ণতায় জেগে ওঠে।  হেমতাজ!  হেমতাজ! আমি তোমার প্রেমিকা।  ওড়না দেওয়া বুকে আজও বের হই রাস্তায়। ভয় আর হয় না। এখন তো তুমি আগাপাশতলা থাকো। হাত ধরে নিয়ে চলো কলেজের কমন রুমে। পিপাসায় জিভ আড়ষ্ঠ হয়ে উঠলে জলের বোতলের ছিপি খুলে ধরো। তবুও রাতে ওই বকাটে গুলো হাত বাড়িয়ে ওড়না টানতে চায়। বুকটা ধড়াস করে ওঠে। হেমতাজ তুমি আমায় একলা রেখে কবরে শুয়েছ। তাকিয়ে দেখো কপালের টিপ, চোখের পাতার মাশকারা, হাতের নেলপলিশ, সব মুছে এখন আমি বিধবা প্রেমিকা। সে রাতে দুই উরু যখন টানটান হয়ে ওঠে। গরম নিঃশ্বাস পড়ে ঘনঘন। খুঁজতে থাকে বিছানায় তোমার তামাটে শরীর। ছোবলা তে চায় দুই অষ্টাঙ্গ। পুরনো বেড কভারে তোমার গন্ধটা নাকে মেখে খোলা চুলে রাত ক

প্রয়াত সাংবাদিক মানস দলপতির পাশে হাওড়া জেলা প্রেস ক্লাব

Image
প্রয়াত সাংবাদিক মানস দলপতির স্মরণে  শোকসভা হাওড়ায় কল্যাণ অধিকারী,  সকলের সঙ্গে মেলাতেন তিনি। খুঁজে আনতেন প্রত্যন্ত এলাকার খবর। সেই সদাহাস্য তরুন সাংবাদিক মানস দলপতি জুন মাসের ১০ তারিখ চলে যায় ইহলোক ত্যাগ করে। বিষাদের সুর নেমে আসে সাংবাদিক মহলে। মানসের স্মৃতি কে ধরে রাখতে হাওড়া জেলা প্রেস ক্লাব বৃহস্পতিবার বিকেলে একটি শোকসভার আয়োজন করে হাওড়া শরৎ সদনে। বাড়িতে বাবা মা ছাড়াও রয়েছে বছর খানেক আগে বিয়ে করা নব বধূ। মঞ্চে রাখা স্বামীর ছবি আগলে ধরে হাউহাউ করে কেঁদে ওঠে। সময়কে মেপে দেখত না যে মানুষ টি তার রজনীগন্ধায় ঘেরা চিত্রপট দেখবে বোধহয় ভেবে ওঠেনি। শোকসভার গুরুগম্ভীর পরিবেশে প্রবীণ সাংবাদিক দেবাশিষ দাশ, অমৃত ঘোষ, দেবাশিষ চক্রবর্তী, মেঘদূত রায় আবেগময় হয়ে পড়েন। স্মৃতিচারণ করতে গিয়ে চোখের জল কে বশ করতে পারেনি সঞ্জয় সিং। কলকাতার একটি বাংলা নিউজ চ্যানেলের হয়ে হাওড়া জেলার রিপোর্টার এর ভূমিকা পালন করতেন মানস। অদম্য ইচ্ছের কারণে পরিচিতি গড়ে উঠেছিল সুশীল সমাজে। যে কারণে শোকসভায় হাজির হন হাওড়া পুরসভার একাধিক পুর প্রতিনিধি। ছিলেন মেয়র পারিষদ শ্যামল মিত্র এছাড়া প্রবীর রায় চৌধুরী, পল্টু ব

৪৯৭ অসাংবিধানিক

Image
"তুমি কিন্তু আমার মালিক নও" এক প্রশ্নে গৃহকর্তার শিরদাঁড়ায় শীতল স্রোত কল্যাণ অধিকারী তবে কি সত্যিই স্বামী মালিক হতে পারেন না স্ত্রীর ? ইতিহাস মুছে ৪৯৭ ধারা এখন থেকে অসাংবিধানিক। সুপ্রিম কোর্টের এই রায় বেলা থেকে আলোড়ন ফেলেছে দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় জোরালো তর্জা। কোনও পক্ষ এটাকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে, অন্যদিকে পুরুষ-তান্ত্রিক সমজের একাংশ প্রশ্ন করছে স্ত্রী তাহলে স্বামীর সম্পতি র মালিক ? পরকীয়া নিয়ে বহু কেস আদালতে জমা রয়েছে। সেগুলি বিচারাধীন। সে সবের কথা ভুলে বহিরঙ্গে বিস্তারক ৪৯৭। ইংরেজ আমলের আইনকে চুলোয় দিয়ে এবার কি হবে? আইনের প্যাঁচে পড়ে বেহাত হবে না তো গৃহিণী? অফিস পাড়া, বৈকুণ্ঠর ঠেক, মোড়ের মাথার ধনে পাতা বিক্রেতা সর্বত্র গসিপ। দেশের সর্বোচ্চ আদালতের রায় মাথা পেতে নিলেও কেউ কেউ বিরাগভাজনও বটে। আইনের পাতা উল্টে তথ্য হাতালেও সবকিছুর উর্দ্ধে গিয়ে এই রায় ঘোষণা। জানা গেছে, রায় দিয়েছেন একাধিক স্বতন্ত্র মূলক মামলার রায় দেওয়া প্রধান বিচারপতি দীপক মিশ্র। সঙ্গে আরও চার বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। অনেকে প্রশ্ন তুলছেন এ রাজ্যে আলোড়ন ফেলা মনুয়ার মত কান্ড'র কথা।

বনধে কেন বাস চালানো হয়নি এই অভিযোগে

Image
এবার নিত্যযাত্রী দের পথ অবরোধ হাওড়া আমতায় কল্যাণ অধিকারী বনধের দিন কেন বাস চালানো হয়নি? এই অজুহাতে বৃহস্পতিবার দু ঘন্টা আমতা-রানিহাটি পথ আটকে দিল সাধারণ মানুষ। যার জেরে বনধের পরের দিন সকালে কাজে যেতে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। বিজেপির ডাকা বনধের দিন সকালের দিকে দু একটা বাস চালিয়ে পরে হাওড়া-ঝিখিরা, ডিহিভুরসুট ও নারিট সহ বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস চালকরা। প্রভাব পড়ে নিত্যযাত্রীদের। কাজে বেরিয়ে বাস না পেয়ে মেজাজ ছিল সপ্তমে। তার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পথ আটকানো শুরু হয়। আমতা - রানিহাটি সড়কে অন্তত তিন জায়গায় রাস্তা অবরোধ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা কলাতলা, চা খানা ও দশ নম্বরে একসঙ্গে রাস্তা অবরোধ করা হয়। প্রায় দু ঘন্টা চলে অবরোধ। শহরের সাথে গ্রামের সংযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে যায়। কাজে যেতে গিয়ে হয়রানির শিকার হন বহু সাধারণ মানুষ। সূত্রের খবর নিত্যযাত্রীরা ফোনে কথা বলে একিসময় তিন জায়গায় পথ অবরোধে সামিল হয়। মিলিত অবরোধের জেরে বহু বাস আটকে যায়। যার মধ্যে ছিল আমতা-ধর্মতলা সিটিসি বাসও। জানা গেছে, এমন অবরোধ এর আগেও করা হয়েছিল।

বনধ কে এড়িয়ে পথে জনতা

Image
বারো ঘন্টার বনধে অন্তত বারো জায়গায় অবরোধ বিজেপির, ২টি সরকারি বাসে ভাঙচুর কল্যাণ অধিকারী, হাওড়া বনধে বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ল বিজেপি। হাওড়ার অন্তত বারোটি জায়গায় অবরোধ করবার পাশাপাশি টিকিয়াপাড়া ও ময়দান চত্বরে দুটি সরকারি বাস ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দাড়িভিট হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ ঘটে। মৃত্যু হয় দুই প্রাক্তন ছাত্রের৷ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্য জুড়ে বারো ঘন্টার বনধ ডাকে বিজেপি। সেই বনধ কে সার্থক রূপ দিতে সকাল থেকে পথে নামে বিজেপি কর্মী সমর্থকরা। ফুলেশ্বরে রেল অবরোধ করবার মাঝেই হাওড়ায় দুটি সরকারি বাসে ভাঙচুর করে বিজেপি। যদিও পুলিশ পৌঁছে হটিয়ে দেবার আগেই গা ঢাকা দেয় বিজেপি সমর্থকরা। গ্রামীণ এলাকায় একাধিক জায়গায় অবরোধ করা হয়। রানিহাটি এলাকায় ৬নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হয়। চলে বেশ কিছুক্ষণ অবরোধ। আটকা পড়ে বহু গাড়ি। এছাড়া আমতা কলাতলা মোড়ে বিজেপির পক্ষ থেকে আটকে দেওয়া হয় রাস্তা। আধঘণ্টা পরে পুলিশ এসে অবরোধ হটিয়ে দেয় বলে জানা গিয়েছে। বাইনান, বাকসি রোড, আমতা রোড ছিল সচল। সাঁকরাইল, আন্দ

মাষ্টার মশাই এর জন্মদিনে....

Image
|বাংলা হরফের অ আ ক খ সাগরের মত উজ্জ্বল🌿|  -কল্যাণ অধিকারী  ছেলেবেলা থেকে শ্রদ্ধার সহিত ধুতিপড়া মাষ্টার মশাই-এর জন্মদিন পালন করা দেখে আসছি। অ-আ-ক-খ পড়া দিয়ে সমাজে শুরু হয়েছে হাতেখড়ি। তারপর সনাতনী সমাজে বিধবা পিসির পুনরায় বিয়ে, সবি তো আপনার সহৃদয় কৃপায় দেখেছে সমাজ। আজ আপনার জন্মদিনে রইলো শত কোটি প্রণাম।  বারান্দায় প্রথম রোদের মতো একাকিত্ত্ব ভরা সমাজে আপনি এসেছিলেন সৃষ্টি কর্তা হয়ে। পরিচয় করিয়েছিলেন ওই গোলাপী রঙের বর্ণ পরিচয় বইয়ের সহিত। অশিক্ষার অনন্ত নিদ্রা থেকে জেগে উঠতে শুরু করেছিল সুশীল সমাজ। শত আলো বিকশিত হয়ে ফুটে উঠতে শুরু করে দোপাটি শিউলির মতো বিধবারা। একদশীর দিন জল রুটি খাওয়া ছেড়ে শুরু ভালোবাসার তরে স্বামী ঘরে পৌঁছে যাবার ইচ্ছেয়। তবুও মোড়ের মাথায় যখন দেখি আপনার ছবির পাশে গোয়াল ভরা নেতাদের কষ্ট হয় বড্ড। কবে যে ওরা মনীষী হয়ে গেল জানি না বাপু। তবে ছানি ফেলে দেওয়া সমাজে উনাদের কথাই তো মান্যতা পায়। এমন শুভ দিনে অশুভের আলপনা এঁকে দিতে চাই না।  নির্লিপ্ত অসহায় হয়ে অর্ধ নির্মিত চোখ দিয়ে আঁকতে চাই আপনাকে হ্যাঁ আমাদের বিদ্যাসাগর মহাশয়'কে।  ©-কল্যাণ অধিকারী 

বুধবার বনধ কতটা রাজনৈতিক লাভ ও ক্ষতি

Image
লোকসভা ভোটের আগে বুধবারের বিজেপির বনধ রুখতে প্রেস্টিজ লড়াইয়ে রাজ্য সরকার কল্যাণ অধিকারী রাজ্যে বনধ ঘিরে সম্মুখ সমরে দুই প্রতিদ্বন্দী। বছর কয়েক আগেও শাসকের প্রধান প্রতিপক্ষ ছিল বামেরা। এখন অবশ্য বামেরা অনেকটাই ক্ষয়িষ্ণু। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেদের সরিয়ে গেরুয়া রাম। সেই গেরুয়া শিবিরের ডাকে বুধবার বারো ঘন্টার বাংলা বনধ। তা রুখতে প্রবল শক্তি নিয়ে বনধের বিরোধীতা করবে শাসক দল ও রাজ্য সরকার এটাই সর্বত্র কানাঘুষো। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দাড়িভিট হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এলাকাবাসী ছাত্র ও পুলিশের মধ্যে বিবাদ বাঁধে। পরে সেই বিবাদ তুমুল সংঘর্ষের আকার নেয়। মৃত্যু হয় দুই প্রাক্তন ছাত্রের৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্য জুড়ে বারো ঘন্টার বনধ ডাকে বিজেপি। মুখ্যমন্ত্রী সব সময় বনধ হরতালের বিরুদ্ধে। তবে এবার ডেকেছে বর্তমান প্রতিদ্বন্দী বিজেপি। লড়াইয়ের থেকে বড় প্রেস্টিজ ফাইট। কেন্দ্রে একাধিক সিদ্ধান্তের লাগাতার প্রতিবাদ করছেন তৃণমূল নেত্রী। নিয়ম করে বেড়ে চলেছে জ্বালানির দাম। মধ্যবিত্তের কথা ভেবে পেট্রোল ডিজেলের বাড়তে থাকা দামের উপর এক টাকা কম করেছেন। রাজ্য

হাতজোড় করে কেঁদে ফেললেন উর্দু স্যর

Image
|😂 দোহাই ওখানে আর চাকরি নয়😂| -কল্যাণ অধিকারী একটা চাকরি পাবার আশায় হন্যে হয়ে জুতোর সোল খুইয়ে ফেলছে যুব সমাজ। ফর্ম জমা দিতে গিয়ে মানিব্যাগ গড়ের মাঠ। পরিবার শেষ হবার জোগাড়। কিন্তু চাকরি পেয়েও স্রেফ প্রাণের ভয়ে চাকরি ক্ষেত্রে যেতে চাইছে না এমনটা শুনলে কি রকম ঠেকে! মনে পড়ছে উর্দু স্যর-এর কথা। যার চাকরি তে জয়েন্ট করাকে কেন্দ্র করে উত্তাল একটা জেলা বাকিটা গোটা রাজ্য। সেই দড়িভিটা উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে যাওয়া উর্দু শিক্ষক হাতজোড় করছে সাংবাদিকদের সামনে। সেদিন বরাত জোড়ে বেঁচে ফিরেছি ওখানে আর চাকরি নয়। বোঝাই যাচ্ছে প্রাণের ভয় ভুখার চেতনাকেও দেয় ফিরিয়ে। হাতে নিয়োগপত্র নিয়ে স্কুলে পৌঁছে যদি এমন রণক্ষেত্র দেখতে হয় রইলো তোর জয়েনিং চললাম টমেটো বেচতে! তবুও বলতে হবেই আন্দোলন যেন হয় না সমাপনী! কবরে শোয়া দুই দেহ শান্তি পাক সঠিক বিচারে। গুলি ঠিকরে বেরিয়ে আসুক এটা কখনোই কাম্য নয় অন্তত সভ্য দেশে। নতুন শিক্ষক পাবে ওই স্কুল তবে যেন শিক্ষকের বুক না করে দুরুদুরু। পরিস্থিতি হোক স্বাভাবিক। ফিরে আসুক শান্তি। দ্রুত বিচার পাক দুই প্রাক্তনি। ©-কল্যাণ অধিকারী

২২ ঘন্টা পর অবরোধ উঠলেও স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যাবে

Image
আজও বাতিল একাধিক ট্রেন, কিছু ট্রেন চলছে ঘুরপথে কল্যাণ অধিকারী টানা ২২ ঘন্টা অবরোধ চলার পর কিছুটা হলেও স্বাভাবিক হবার চেষ্টায় রেল। তবে আজও সকাল থেকে বেশকিছু দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়। গুরুত্বপূর্ণ হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস কে চালানো হচ্ছে ঘুরপথে। স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যাবে বলেই রেল সূত্রে খবর। ভোররাত দুটো বেজে ১০ মিনিটের পর পশ্চিম মেদিনীপুর জেলায় ওঠে আদিবাসীদের অবরোধ। তবে তার আগেই বেহাল হয়ে যায় দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখা সহ বেশ কিছু শাখার ট্রেন চলাচল। সোমবার বিকেল থেকে বাতিল হয়ে যায় ওই সমস্ত শাখা দিয়ে যাতায়াত করা সমস্ত দুরপাল্লার ট্রেন। দক্ষিণে চিকিৎসা করতে যাওয়া রোগী ও তাদের পরিবার এছাড়া রেলের পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থীরাও পড়ে চরম সমস্যায়। মঙ্গল বার সকালের দিকে কিছু ট্রেন রওনা হলেও বাতিল হয় অনেক ট্রেন। বাতিল ট্রেনে তালিকায় রয়েছে, হাওড়া-পুরী ধৈলি এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস। তবে রওনা দিয়েছে হাওড়া-ডিব্রুগর ইস্পাত এক্সপ্রেস। এছাড়া সকালের দিকে গুরুত্বপূর্ণ হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস কে আসানসো

ভাষা'কে পোক্ত করতে আদিবাসী দের রেল অবরোধের জের,

Image
সন্ধ্যার পর খড়গপুর শাখায় সমস্ত দুরপাল্লার ট্রেন বাতিল যাত্রীরা বিপাকে কল্যাণ অধিকারী সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখা সহ একাধিক শাখায় আদিবাসী অবরোধে ট্রেনের সমস্যা চলছিল৷ তবে সে সমস্যা বিকেলের পর যে যাত্রীদের উপর বুমেরাং হয়ে ফিরবে তা বোধহয় কেউ ভেবে উঠতে পারেনি। ভাষাকে পোক্ত করতে সকাল থেকে রেল রুকে দিয়েছে আদিবাসী সংগঠন। অফিস টাইম থেকে বেকায়দায় আমজনতা। তবুও মোটের উপর স্বাভাবিক ছিল লোকাল ট্রেনের চাকা। তবে দুপুর গড়াতেই বেড়েছে বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের সংখ্যা। বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। সকালের দিকে যে সকল যাত্রীরা বাধ্য হয়েছে জাতীয় সড়ক ধরে অফিসে পৌঁছাতে, ফিরবার পথে সব এলমেলো করে দিয়েছে। 'ভারত জাকাত মাঝি পারগনা মহাল' নামক সংগঠনটিকে শহর কেন্দ্রীক মানুষজন না শুনলেও জঙ্গলমহল এলাকায় বেশ পরিচিতি। মূলত আদিবাসীদের সংগঠন তাদের ভাষাও সাঁওতাল। ওই ভাষাকে পোক্ত করতে দুর্গাপূজার আগে রেল ও সড়ক অবরোধে সামিল। প্রভাব পড়েছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখা সহ একাধিক শাখায়। একপ্রকার জনবিচ্ছিন্ন জঙ্গলমহল। সন্ধ্যা গড়াতেই দুরপাল্লার ট্রেনের বাতিল সংখ্যা বেড়েছে৷

শুধু ছেদনের সময় শেষ হুংকার দিয়ে আছড়ে পরেছিল

Image
|🌳যশোর রোডের ওই শতায়ু প্রাচীন গাছ আটকায় বিশ্ব উষ্ণায়ন🌳| -কল্যাণ অধিকারী দেশভক্তি যদি ভারত-পাকিস্তান ম্যাচে থাকে তবে আবেগ যশোর রোডে শিরিষ, মেহগনি ও অশ্বথ গাছ। কুঠার হাতে ওই মানুষগুলো যখন গাছগুলো কে কাটছে অমানবিকতা বললেও কম বলা হয়। কতটা ওরা নিষ্ঠুর ভাবলে ঘৃণা হয়। আমি ওই রোড ধরে কোন কালেই যাতায়াত করিনি তা নয় পেট্রাপোল যাবার সূত্রে পরিচয় ঘটেছে। গাছ ছেদনের চিত্র বিচিত্র মাধ্যম সোশ্যাল মিডিয়ায় বহুবার ছবি দেখিছি। কুঠার ধরা লোকেদের যারা নির্দেশ দিয়েছে, তাঁদেরও জন্মের পূর্বেকার গাছ। শুধু যে ইতিহাসকে আকড়ে রয়েছে গাছগুলো তা নয় বিশ্ব উষ্ণায়ন কে অনেকটা রদ করছে। জানা গেছে দিল্লির কেন্দ্রীয় সরকার চাইছে বারাসত থেকে পেট্রাপোল পর্যন্ত ৬১ কিমি রাস্তা সম্প্রসারণ হোক। খুব ভালো কথা। কিন্তু ওর ফাঁকে যে ফ্যাকাসে হয়ে যাবে গোটা ইতিহাস তার বেলায় কি!  স্যর বলবেন একটু ! চারতলা উঁচু বিশালাকার গাছগুলো ছেদন করে ফেলার আগে তাদের বয়সের কথা ভাবা হবে না কেন? বয়স নেহাতী কম নয় দেড়শো - দুশো বছর বয়সী। অন্য কোন উপায় কি ভেবে দেখা যায় না। তিস্তার পানির জন্য ইলিশ আসে না এপারে। তবুও লড়াই থেকে পিছপা হয়নি এ রাজ

পাহাড়ি ঝর্ণা বিছিয়ে দেয় রুপলংকার

Image
নাভিপদ্ম ছড়িয়ে কাঞ্চনজঙ্ঘা -কল্যাণ অধিকারী  সূর্যের মিঠে রোদ পাহাড়ের সোনালি চূড়ো দেয় রাঙিয়ে। এলোমেলো শীতল হাওয়া, ছড়িয়ে ছিটিয়ে চা পাতার সুরভি। ভেজা শরতের গান শোনায় হিমালয়ের পাদপদ্ম দার্জিলিং।  বাঙালির গায়ে এখন দিঘা-পুরীর এলার্জি। এক ঘেয়েমি লেগে গেছে ওই দুটো নাম। হোক না ভূপৃষ্ঠ থেকে হাজার সাতেক উঁচু। তবুও পাহাড়ি গন্ধ গায়ে মেখে মেঘ প্রকৃতির দেশে কটা দিন যায় তো কাটানো। মধ্যবিত্তের ঘামা শরীর বরফ ভেজা সিক্ত। নেপালী বংশোদ্ভূত দের আতিথেয়তা দেখে বিলাইছেন ধন্যবাদ।  ভাবছেন, এমন ছোটখাটো চেহারার  মানুষগুলো শতাধিক দিন কিভাবে থাকলো পথ আগলে! শীতলতা কে সরিয়ে আগুন ধরিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছিল আস্ত একটা দেশ থেকে। এমন অপরূপা শোভা ছড়ানো প্রকৃতি কে বিচ্ছিন্ন করে রাখার প্রবণতা কেন! সকাল হলে যেখানে নাভিপদ্ম ছড়িয়ে দেয় কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ি ঝর্ণা বিছিয়ে দেয় রুপলংকার। মোটা ডান্ডির চশমা পকেট বন্দি রেখে চোখে তখন আপনার রোদ চশমা। কোন চায়ের দোকানে কাঠের বেঞ্চে বসে পা দুলিয়ে কুসুম গরম চা ঠোঁটে লাগিয়ে আপনি তখন পিকাসো। নয়নাভিরাম জুড়ে ভরিয়ে তুলেছেন ক্যানভাস। ডেলো পাহাড়, জনপদ, পাহাড়ি কচিকাচা দের সাথে সম

২০ বছর পর ফেলে আসা চেয়ার ফেরৎ পেলেন ছোড়দা’ সোমেন মিত্র,

Image
মমতাকে জোটের বার্তা কংগ্রেসের কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট  দেশে ক্রমশ বিদীর্ণ কংগ্রেস। দেশজুড়ে তাঁদের সাংসদের সংখ্যা কমেই চলেছে। কেন্দ্র থেকে বিজেপি কে হাটাতে ১৯ এর আগে জোট গড়তে হবে। সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী কে পাশে রাখাটা বড্ড দরকার। এমত সময় সেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কে নরমে রাখার জন্য অধীর চৌধুরী কে প্রদেশ সভাপতির চেয়ার থেকে সরিয়ে কম ওজনের ক্যাম্পেন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কংগ্রেসে একসময় ফেলে যাওয়া চেয়ারকে ফেরৎ দেওয়া হল ছোড়দা’ তথা সোমেন মিত্রকে। সময়টা ২০১৪ সালের জানুয়ারী মাস। দিল্লির জাতীয় কংগ্রেসের সদর দফতর থেকে খোঁজ শুরু পশ্চিমবঙ্গের জন্য একজন পোক্ত দলীয় নেতা। যার ক্ষমতার উপর ভর করে দল এগিয়ে যাবে লক্ষ্যের দিকে। থাকবে না গোষ্ঠী কোন্দল। হাতে হাত ধরে কাজ করবে প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, মৌসম বেনজির নূর, আবদুল মান্নান, মানস ভুঁইয়া সহ কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী।  ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী কে করা হয় পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর তীব্র বিরোধী বলেই সর্বজন

সব চেষ্টা যায় আটকা সুরে

Image
| 🔥রক্ত দিয়ে লেখা স্যর চাই স্যর 'বিষয় বাংলা ও অঙ্ক' 🔥| -কল্যাণ অধিকারী  রাজেশ মরেছে, মৃত্যু হয়েছে তাপসেরও। তাতে আর কি! আন্দোলন টুকু জানতে পারলো জেলা ছাড়িয়ে রাজ্য থেকে দেশ! ওই যে ছেলেটি বুকে জড়িয়ে ধরে গলার শিরা উঁচিয়ে চিৎকার করছে। হাতে লাল রঙের কি যেন লেগে রয়েছে। না না, ওটা কেন হবে রক্ত! শরীর ছুঁয়ে যায়নি তো বুলেট নামক বস্তু টি। অ-শিক্ষিত, ঘোমটা টানা দের কথাবার্তা বলা টাই তো গুলির মত বেআক্কেলে। হিসাব চুকিয়ে নেওয়া টাই বানিয়েছেন নির্ধর্মীরা।  থমকে গেছে নিঃশ্বাস তবুও চলছে ধ্বস্তাধস্তি। লাল রঙের কি যেন ভিজিয়ে দিচ্ছে জামা টা। কোনক্রমে কোলে বসিয়ে বাঁচিয়ে তোলার চেষ্টা কিন্তু সেই ইচ্ছেও বিশবাঁও....। আমাগো দেশে নে হাতি জমাট বাঁধে সমষ্টির লড়াই। বিবেচ্য হয় গুণ ভাগের হিসাব, তাও নীল চোখে কাঁচালঙ্কা ঘষে।  মেলাবেন না ওসব কার্তুজ এর লেখার ভিড়ে নীল কালির মায়ার এই লেখাকে। বিবেচ্য থাক না হোক ডেটা ম্যানুকালেট হয়ে। বাংলাভাষা চাই না বলে ঘেরাও থাকে শতাধিক দিন মেঘ পাহাড়ের দেশ দার্জিলিং। আর এক গ্রাম চায় বাংলা-অঙ্ক স্যর দের। বাকিটা গরু খোঁজা হোক না  শোকার্ত গাঁ জুড়ে।  পাওনাদার তুলে

মাঝেরহাট উড়ালপুল দুর্ঘটনার প্রেক্ষিতে

Image
'বঙ্কিম সেতু' পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ হাকিম কল্যাণ অধিকারী, হাওড়া কেমন আছে শহরের বঙ্কিম সেতু বৃহস্পতিবার পরিদর্শনে আসলেন 'মা মাটি মানুষ' সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মাঝেরহাট উড়ালপুল দুর্ঘটনার প্রেক্ষিতে বঙ্কিম সেতু রক্ষণাবেক্ষণের জন্য কেএমডি র পাঁচজন একটি কমিটি গঠন করে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেইমত মেরামতির কাজ শুরু হবার কথা গুরুত্বপূর্ণ বঙ্কিম সেতুর। এর আগেও সেতু নিয়ে বহু চর্চা হয়েছে কিন্তু টনক নড়েনি। তবে মাঝেরহাট উড়ালপুল সবকিছু উলোট পালোট করে দেয়। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা আরোপ করে বেশ কয়েকটি সেতু দিয়ে ২০ চাকার লরি চলাচল। যার মধ্যে রয়েছে দুর্বল ব্রিজ সাঁতরাগাছি সেতু। সরানো হয়েছে দ্বিতীয় সেতুর উপর লাগানো টব। এ দিন বঙ্কিম সেতু পরিদর্শন এর আগে কালীঘাট সেতু, বিজন সেতু, ঢাকুরিয়া সেতু সহ আরও আটটার মতো সেতু পরিদর্শন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সাংবাদিক দের সামনে জানান, কোন প্রকার সেতুতে ফাটল লক্ষ্য পড়লেই ৯৮৩০০৩৭৪৯৩ নম্বরে হোয়াটস অ্যাপ করবার কথা রাজ্যবাসীকে। বাকি সেতু গুলির মতো বঙ্কিম সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে মুখ্যম

চলছে ভারত v/s পাকিস্তান মহারন

Image
১৯ ওভার বাকি থাকতে ৮ উইকেটে বিশাল জয় ভারতের। ভারত ২৯ ওভারে ১৬৪/২ রান রোহিত ৫২(আউট) ধাওয়ান ৪৬(আউট) রায়াডু ৩১ কার্ত্তিক ৩১ ১৬২ তেই গুটিয়ে গেল পাকিস্তান  -কল্যাণ অধিকারী   ভুবনেশ্বর কুমার ৩ উইকেট, বুমরাহ ২ উইকেট, কেদার যাদব ৩ উইকেট,  কুলদীপ যাদব ১ উইকেট। রান আউট ১টি।  ভারতীয় বোলিংএর সামনে মুখ থুবড়ে পড়লো পাকিস্তান ম্যাচ শুরু হবার পরই ৩ রানে দুই ওপেনার কে  ফেরায় ভুবি। পরে হাল ধরে আজাম ও শোয়েব মালিক। বড় রান করবার আগেই নিজস্ব ৪৭রানে কুলদীব তুলে নেয় আজাম কে ও পরে ব্যক্তিগত  ৪৩ রানে  রান আউট হয় শোয়েব মালিক। বাকিদের মধ্যে আসরাফ ২১ ও আমির ১৮ রান করে। ৪৩.১ ওভারে ১৬২ রানেই শেষ হয়ে যায় পাকিস্তান ইনিংস।  বুধবার মরুশহর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করবার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই আঘাত হানে সেই ভুবনেশ্বর কুমার। আগুন ঝরা প্রথম স্পেলে তিন রানের মধ্যেই পাকিস্তানের দুই ওপেনার প্যাভিলিয়নে।  ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তপ্ত আবারও দুই দেশ। এমনিতেই বছরভর উত্তপ্ত থাকে উপত্যকা। এ দিনের ম্যাচ ঘিরে বেড়েছে দুই দেশের স্নায়ুর চাপে। পরিসংখ্যান বলছে, এশিয়া কাপ