উনিশের স্রোত



আমার এক্সপেরিমেন্ট 'তুমি'

-কল্যাণ অধিকারী 

তুমি মানে একটা সকাল,
বাকিটা মিঠে রোদের বিকেল।
তুমি মানে একটা গোলাপ,
চার হাতে ধরা প্রেম।
তুমি মানে একটা চুমু,
চার ঠোঁটে আটকানো। 
তুমি মানে একটা তুমি,
বাকিরা সব ডাহা ফেল।

তুমি মানে আমার জীবন,
আটকা পড়া সময়।
তুমি মানে সেই মেয়েটি, 
টানা চোখে কথা কওয়া।
তুমি মানে স্থির বুদ্ধি,
আজও রাতের বোরলীন।
তুমি মানে ডিউটি অফ,
পার্কে সারাদিন।

তুমি মানে রসের উপন্যাস,
রাত জেগে পড়ি।
তুমি মানে সলিলের গান,
রবিঠাকুরের প্রেমি।
তুমি মানে পদ্মাবতী,
কামড়ে দেওয়া আঙুল। 
তুমি মানে সোজাসুজি বিশ্বাস,
পূর্ণচাঁদের মতন।

তুমি মানে সাইকেল চালানো,
সুড়সুড়ি দেওয়া প্লট।
তুমি মানে দিনের পর দিন,
মাসের পর মাস।
তুমি মানে আমার বনলতা, 
কলমে টানা প্রেম।
তুমি মানে আমার জন্মদিনের রাতে,
প্রথম উইশ করা বসন্তবৌরী।

তুমি মানে আমার ফার্স্ট ইয়ার,
সেকেন্ড ও থার্ড। 
তুমি মানে পুরনো ক্যালেন্ডার ,
নতুন তারিখে ভরা।
তুমি মানে ড্রয়িংরুমে রাখা,
এক থোকা রজনীগন্ধা।
তুমি মানে দারুণ বোঝাপড়া,
গোলাপ আর চন্দ্রমল্লিকা। 

তুমি মানে গ্রামের শীত,
সাদা কুয়াশা মাখা।
তুমি মানে মাটির হাড়িতে,
টলটলে খেঁজুর রস ভরা।
তুমি মানে হলুদাভ কমলালেবুর,
খোসা ছাড়ানো ঠোঁট। 
তুমি মানে পৌষের রাতে,
পাটিসাপ্টার আমেজ।

তুমি মানে আমার শান্তিনিকেতন,
নস্টালজিয়া ভরা,
তুমি মানে প্রথম প্রেমিকা,
ফুল ফুল জামা পড়া নীলাঞ্জনা।
তুমি মানে একলাইনের কবিতা,
রৌদ্রস্নাত দামোদরে ডুবসাতার।
তুমি মানে নীল কভারে ঢাকা মোবাইল,
আমার একলা রাষ্ট্র ক্ষমতা।

©-কল্যাণ অধিকারী


Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য