বনধে কেন বাস চালানো হয়নি এই অভিযোগে


এবার নিত্যযাত্রী দের পথ অবরোধ হাওড়া আমতায়

কল্যাণ অধিকারী

বনধের দিন কেন বাস চালানো হয়নি? এই অজুহাতে বৃহস্পতিবার দু ঘন্টা আমতা-রানিহাটি পথ আটকে দিল সাধারণ মানুষ। যার জেরে বনধের পরের দিন সকালে কাজে যেতে সমস্যায় পড়ে সাধারণ মানুষ।

বিজেপির ডাকা বনধের দিন সকালের দিকে দু একটা বাস চালিয়ে পরে হাওড়া-ঝিখিরা, ডিহিভুরসুট ও নারিট সহ বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস চালকরা। প্রভাব পড়ে নিত্যযাত্রীদের। কাজে বেরিয়ে বাস না পেয়ে মেজাজ ছিল সপ্তমে। তার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পথ আটকানো শুরু হয়। আমতা - রানিহাটি সড়কে অন্তত তিন জায়গায় রাস্তা অবরোধ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা কলাতলা, চা খানা ও দশ নম্বরে একসঙ্গে রাস্তা অবরোধ করা হয়। প্রায় দু ঘন্টা চলে অবরোধ। শহরের সাথে গ্রামের সংযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে যায়। কাজে যেতে গিয়ে হয়রানির শিকার হন বহু সাধারণ মানুষ। সূত্রের খবর নিত্যযাত্রীরা ফোনে কথা বলে একিসময় তিন জায়গায় পথ অবরোধে সামিল হয়। মিলিত অবরোধের জেরে বহু বাস আটকে যায়। যার মধ্যে ছিল আমতা-ধর্মতলা সিটিসি বাসও।

জানা গেছে, এমন অবরোধ এর আগেও করা হয়েছিল। বনধ বা অন্য কোন ইস্যু নিয়ে রুটে বাস বন্ধ করে দেয় মালিকপক্ষ। সমস্যায় পড়ে সাধারণ নিত্যযাত্রী। পরের দিন নিত্যযাত্রী দের একাংশ আমতা, চা খানা, দশ নম্বর ও মানিকপীড়ে অবরোধ করে দেয়। এবারো একি পুনরাবৃত্তি হয়েছে। আমতা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সূত্রের  খবর পুলিশের কাছে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে। এইভাবে বাস বন্ধ করলে এক সপ্তাহ বাস চলতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় সাধারণ নিত্যযাত্রী দের একাংশ।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য