মাষ্টার মশাই এর জন্মদিনে....



|বাংলা হরফের অ আ ক খ সাগরের মত উজ্জ্বল🌿| 
-কল্যাণ অধিকারী 


ছেলেবেলা থেকে শ্রদ্ধার সহিত ধুতিপড়া মাষ্টার মশাই-এর জন্মদিন পালন করা দেখে আসছি। অ-আ-ক-খ পড়া দিয়ে সমাজে শুরু হয়েছে হাতেখড়ি। তারপর সনাতনী সমাজে বিধবা পিসির পুনরায় বিয়ে, সবি তো আপনার সহৃদয় কৃপায় দেখেছে সমাজ। আজ আপনার জন্মদিনে রইলো শত কোটি প্রণাম। 

বারান্দায় প্রথম রোদের মতো একাকিত্ত্ব ভরা সমাজে আপনি এসেছিলেন সৃষ্টি কর্তা হয়ে। পরিচয় করিয়েছিলেন ওই গোলাপী রঙের বর্ণ পরিচয় বইয়ের সহিত। অশিক্ষার অনন্ত নিদ্রা থেকে জেগে উঠতে শুরু করেছিল সুশীল সমাজ। শত আলো বিকশিত হয়ে ফুটে উঠতে শুরু করে দোপাটি শিউলির মতো বিধবারা। একদশীর দিন জল রুটি খাওয়া ছেড়ে শুরু ভালোবাসার তরে স্বামী ঘরে পৌঁছে যাবার ইচ্ছেয়।

তবুও মোড়ের মাথায় যখন দেখি আপনার ছবির পাশে গোয়াল ভরা নেতাদের কষ্ট হয় বড্ড। কবে যে ওরা মনীষী হয়ে গেল জানি না বাপু। তবে ছানি ফেলে দেওয়া সমাজে উনাদের কথাই তো মান্যতা পায়। এমন শুভ দিনে অশুভের আলপনা এঁকে দিতে চাই না। 

নির্লিপ্ত অসহায় হয়ে অর্ধ নির্মিত চোখ দিয়ে আঁকতে চাই আপনাকে হ্যাঁ আমাদের বিদ্যাসাগর মহাশয়'কে। 

©-কল্যাণ অধিকারী 

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য