হাতজোড় করে কেঁদে ফেললেন উর্দু স্যর



|😂দোহাই ওখানে আর চাকরি নয়😂|

-কল্যাণ অধিকারী

একটা চাকরি পাবার আশায় হন্যে হয়ে জুতোর সোল খুইয়ে ফেলছে যুব সমাজ। ফর্ম জমা দিতে গিয়ে মানিব্যাগ গড়ের মাঠ। পরিবার শেষ হবার জোগাড়। কিন্তু চাকরি পেয়েও স্রেফ প্রাণের ভয়ে চাকরি ক্ষেত্রে যেতে চাইছে না এমনটা শুনলে কি রকম ঠেকে!



মনে পড়ছে উর্দু স্যর-এর কথা। যার চাকরি তে জয়েন্ট করাকে কেন্দ্র করে উত্তাল একটা জেলা বাকিটা গোটা রাজ্য। সেই দড়িভিটা উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে যাওয়া উর্দু শিক্ষক হাতজোড় করছে সাংবাদিকদের সামনে। সেদিন বরাত জোড়ে বেঁচে ফিরেছি ওখানে আর চাকরি নয়। বোঝাই যাচ্ছে প্রাণের ভয় ভুখার চেতনাকেও দেয় ফিরিয়ে।

হাতে নিয়োগপত্র নিয়ে স্কুলে পৌঁছে যদি এমন রণক্ষেত্র দেখতে হয় রইলো তোর জয়েনিং চললাম টমেটো বেচতে! তবুও বলতে হবেই আন্দোলন যেন হয় না সমাপনী! কবরে শোয়া দুই দেহ শান্তি পাক সঠিক বিচারে। গুলি ঠিকরে বেরিয়ে আসুক এটা কখনোই কাম্য নয় অন্তত সভ্য দেশে। নতুন শিক্ষক পাবে ওই স্কুল তবে যেন শিক্ষকের বুক না করে দুরুদুরু। পরিস্থিতি হোক স্বাভাবিক। ফিরে আসুক শান্তি। দ্রুত বিচার পাক দুই প্রাক্তনি।

©-কল্যাণ অধিকারী




Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য