চলছে ভারত v/s পাকিস্তান মহারন


১৯ ওভার বাকি থাকতে ৮ উইকেটে বিশাল জয় ভারতের।

ভারত ২৯ ওভারে ১৬৪/২ রান
রোহিত ৫২(আউট)
ধাওয়ান ৪৬(আউট)
রায়াডু ৩১
কার্ত্তিক ৩১

১৬২ তেই গুটিয়ে গেল পাকিস্তান 

-কল্যাণ অধিকারী  

ভুবনেশ্বর কুমার ৩ উইকেট,

বুমরাহ ২ উইকেট,

কেদার যাদব ৩ উইকেট, 

কুলদীপ যাদব ১ উইকেট।

রান আউট ১টি। 

ভারতীয় বোলিংএর সামনে মুখ থুবড়ে পড়লো পাকিস্তান


ম্যাচ শুরু হবার পরই ৩ রানে দুই ওপেনার কে ফেরায় ভুবি। পরে হাল ধরে আজাম ও শোয়েব মালিক। বড় রান করবার আগেই নিজস্ব ৪৭রানে কুলদীব তুলে নেয় আজাম কে ও পরে ব্যক্তিগত ৪৩ রানে রান আউট হয় শোয়েব মালিক। বাকিদের মধ্যে আসরাফ ২১ ও আমির ১৮ রান করে। ৪৩.১ ওভারে ১৬২ রানেই শেষ হয়ে যায় পাকিস্তান ইনিংস। 

বুধবার মরুশহর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করবার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই আঘাত হানে সেই ভুবনেশ্বর কুমার। আগুন ঝরা প্রথম স্পেলে তিন রানের মধ্যেই পাকিস্তানের দুই ওপেনার প্যাভিলিয়নে। 

ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তপ্ত আবারও দুই দেশ। এমনিতেই বছরভর উত্তপ্ত থাকে উপত্যকা। এ দিনের ম্যাচ ঘিরে বেড়েছে দুই দেশের স্নায়ুর চাপে। পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে দুই দেশ মোট ১২ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ছ’বার। পাকিস্তান জিতেছে পাঁচ বার। একটি ম্যাচের নিষ্পত্তি হয়নি।

অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচে ২৬ রানে পরাস্ত করে হংকং কে। এ দিন নেমেছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাচ টা জিততে মরিয়া টিম রোহিত। কি হবে আজকের ম্যাচ। যদিও শুরুটা জবরদস্ত করেছে ভারত। দুই ওপেনার কে ফিরিয়ে দিয়েছে ভুবি। তবুও লড়াইয়ে ফিরবার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তিন রানে দুই উইকেট থেকে  আজাম ও শোয়েব মালিক লড়াই জারি রেখেছিল। তবে নিজস্ব ৪৭ রানে আউট হন আজাম। ৪৩ রানে শোয়াব মালিক রান আউট। আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি।  ৬রানে আউট হন অধিনায়ক সারফরাজ আহমেদ।  

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য