লড়াই জমালো এক দীর্ঘশ্বাসে


এ দেশের বুকে আবারও এক আঠারো
-কল্যাণ অধিকারী

আব মুঝে রাত দিন 
তুমহারা হি খায়াল হ্যায়,, 

র্স্পধায় ভরা একটা আঠারো 
জ্বলে উঠলো স্বশাসনের বিরুদ্ধে।
দরকার শুধু হাত তুলে ওই
ঈশ্বর নামক শ্রদ্ধার স্পর্শে
পাথর ভাঙা রাস্তার খোদাই
করে দেওয়া উজ্জ্বল উপস্থিতি।

কেয়া কাহু প্যায়ার মে 
দিয়ানো জেইসা হাল হ্যায়,,, 

২২ গজে'র লড়াইকে বলে দেওয়া
শুনছো আঠারোর জয়ধ্বনি।
শচীন, বিরাট, রোহিত কনিষ্ঠ আখ্যান,
দুঃসাহসের একটি আস্ত শতরান।
গতরে পীরিতি ফুল ফোঁটাল,
এক কালের কার্টলি এমব্রোস, 
স্যার ভিভ রিচার্ডস দলের বিরুদ্ধে। 

তুমহারা হি খায়াল হ্যায়, 
হো হো আ হা হা হা লা লা লা লা লা লা

©-কল্যাণ অধিকারী 

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য