অমৃতসর-এর মর্মান্তিক দুর্ঘটনা



রেলের মানবিকতা নিয়েও প্রশ্নচিহ্ন?
-কল্যাণ অধিকারী
অমৃতসর কান্ড নিয়ে অনেকে বলছেন কেন ওঁরা রেলের ট্রাকে উঠবে। মানলাম ওঁরা দোষ করেছে ট্রাকে উঠে। তা বলে প্রবল বেগে কয়েকশ দর্শনার্থীর উপর এসে পিষে দিয়ে রক্ত গায়ে মেখে পালিয়ে যাবে ওই ট্রেন নামক বস্তুটি? থরে থরে পড়ে থাকবে লাশ নামক শব্দ?
রেলের নিয়মে তার এলাকায় হাঁটাচলা বে আইনি। ওঁরা আবার দাঁড়িয়ে রাবণ বধ দেখছে তাতো আরও বে আইনি! রেলের ট্রাকের গা ঘেঁষে পোড়ানো হচ্ছিল দশমুখো রাবণ। কেউ কেউ বলেন হিটলার নাকি পরাক্রমশালী ছিলেন। ওই ট্রেনের চালক লক্ষ্য করেননি অত মানুষ ট্রাকে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছেন? ইনি কোন অংশে কম দায়ি? এতটুকু মানবিকতা দেখানো যেত না। বাঁচানো যেত না অত গুলো প্রাণ! মুহূর্তের মৃত্যুমিছিল আটকানো সম্ভব ছিল না?
নৈহাটি, সোদপুর, সাঁতরাগাছি, টিকিয়াপাড়া, সোনারপুর একের পর এক স্টেশনে দাবী আদায়ে যাত্রী বিক্ষোভ হয় ওই ট্রাকে বসে বা দাঁড়িয়ে। সেটা কি আইনি? দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে যারা সময়ে অফিসে পৌঁছাতে লাইন ধরে হেঁটে যায় সেটা কি আইনি? অমৃতসর শুধু নয় এই রাজ্যেও একাধিক স্থানে রেলের ট্রাকের পাশে অনুষ্ঠান হয়। কিছুটা হলেও আবেগ দিয়ে দেখে রেল। কিন্তু ওখানে এমনটি কেন ঘটলো? ওই জায়গায় কয়েক বছর নাকি একিভাবে আতসবাজি জ্বালানো হয়। তাহলে রেল কেন দায়িত্ব নিয়ে গতি কমানোর সিদ্ধান্ত নিল না? এসব প্রশ্ন এখন ভাবাচ্ছে।
মিসেস সিধু আপনি একজন জন প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। অত মানুষ রেল ট্রাকে আপনার দায় বর্তায় নি ওঁদের নেমে আসবার কথা বলবার। এত বড় মাপের দুর্ঘটনা কতো মানুষের মৃত্যু। আপনার এখন কি করা উচিৎ জানাবেন? সরকার লাশ কিনছে টাকা বিলিয়ে। মৃত্যু গুনছে ব্রেকিং দেওয়া কর্পোরেট মিডিয়া। ঘটনার ভয়াবহতা দেখে রেলমন্ত্রী ফিরে আসছেন আমেরিকা থেকে। আর ওঁদের পরিবার সংসার ভেঙে চোখের জল মুছছে। এর দায় কার? এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নেবে বাকি উদ্যোক্তারা? প্রশ্ন অনেক উত্তর দেবে কে? নাকি অন্য কোন ব্রেকিং ভুলিয়ে দেবে রাবণ বধের ইতিবৃত্ত।
©-কল্যাণ অধিকারী
চিত্র গুগল।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য