আমাদের ছুটি ছুটি



পুজোর ছুটিতে ডিএ ভুলে হিমালয়ের পাদপদ্মে সরকারি বাবু
-কল্যাণ অধিকারী
চোখের সামনে বৈশাখী মেঘলা করা পাহাড়ের চূড়া। মাথার উপর একঝাঁক পাখি ডানা ঝাপটে উড়ে চলেছে ওই দিগন্ত মেলা পাহাড়ের দিকে। পুজোর ছুটিতে এমনি চমকপ্রদ দৃশ্য দেখতে ছুটে চলেছে ভ্রমণ পিপাসু বাঙালি বাবু।


পুজো শেষ মানেই "আমাদের ছুটি ছুটি, চল নেবো লুটি ঐ আনন্দ ঝরনা।" সরকারি ছুটি এবার তো ১৬ দিন। ডিএ ভুলে "সবুজ পাহাড় ডাকে, আয় রে ছুটে আয় এই শ্যামলা পথের বাঁকে আয়।" বাকি সময় মন খারাপি। একঘেয়েমি ডিউটি মন আনচান করে "এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যাই।"


ভিড় স্টেশনে অপরিচিতর সাথে ধাক্কা লেগে, ব্যাগে ব্যাগে ঠোক্কর খেয়ে ছন্দগতিতে কাটিয়ে আসতে চলেছে ক'দিনের ছুটির আমেজ। বাকিটা ক্যামেরায় আঁকতে হবে রঙ দিয়ে কোলাজ। চোখের দিগন্তে পাহাড়ি আদিবাসী সংস্কৃতির ছোঁয়া। সমুদ্রের নীল জলকেশী বইয়ে দেবে শীতল নোনতা হাওয়া। মনে শুধুই খেয়ালী সুর।


বাজলো ছুটির ঘন্টা।
ওলো লো লো মা মা তা লা লা
মাতিনি মামাইয়া মিতে
কেমন করে মনটা।


©-কল্যাণ অধিকারী
চিত্র আমার তোলা নয়। গুগলের কৃপায়।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য