চিত্র যখন কথা বলে



ওগো সুখের ষষ্ঠী নিশি
-কল্যাণ অধিকারী

আবেগ বেহাগ হয়ে বিছিয়েছে সোহাগ,
পঞ্চমী রাত শেষে ষষ্ঠী শুরু রাজকীয়তায়।
মিলিয়াছে বাংলা মিলিয়াছে তরে,
মন্ত্রের জোরে যবনিকা অপবাদের তিতলি তে।
জীবন ডাকেনিকো মেঘবালিকা ত্রিনেত্র
দরবেশ, ছানাবড়া বৃথা নওয়াবি তেরাত্রি।
চাঁদ তারাদের ভিড়ে মিটিমিটি জোনাকি,
আকাশ ভরে দেয় সবুজ আলোয় কুহেলি।
শেষ রাত অন্ধকার কেড়েছে রোশনাই,
কেউ ফেলে নিঃশ্বাস কেউ করে বিশ্বাস,
দেয়াল ঘড়ির শব্দটা বুকে বাজে ঠকঠক।
মা এসেছেন শান্তি নিয়ে এই রাঢ় বাংলায়,
কানে হেডফোনে সাম্যের গান শোনায়।
মায়ের চিত্র দেখে আনন্দে নোখ কামড়াই,
বিলায়িত চেতনা ফিরে আসুক প্রাণে,
শারদীয় শুভেচ্ছা সকলের তরে।

©-কল্যাণ অধিকারী

চিত্র প্রবীর সেনাপতি 

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য