পেশি শক্তি ও দেহাতি



গলা টেপা কান্না

-কল্যাণ অধিকারী
রোদে পুড়ে তামাটে গায়ে
ক্ষেতের হাল টানা মানুষটির মাংস 
এবার হয়তোবা ছিঁড়ে খাবে নরপশুর দল!
রক্তের ছিটেয় ভেসে যাবে
আধপেটে থাকা গৃহবধূর সিথির সিঁদুর!
দানা মাঝি স্ত্রীর দেহ নিয়ে
মাইলের পর মাইল হেঁটে,
মন্ত্রজালে আজ ভিআইপি।
কাঁদে শুধু মেয়েটি।
আর ওই যে শবর!
পেয়েছে জাতির সম্মান।
মদ আর ভুখার লড়াইয়ে দগ্ধ হয়েছে যেদিন।
আত্মবিশ্বাসের বারুদ জ্বলবে আস্ত গাঁ,
পিঠ ঠেকেছে যে বিবর্তনের দেওয়ালে।
ছদ্মবেশীরা রুদ্ধ হয়ে আগলেছে
উন্নয়নের পোস্ত দেওয়া সিদ্ধ ভাত।
নিঃশব্দে হত্যা করা হবে চোখ ভেজা কান্না,
গলা টিপে ধরা হবে
ভাত খেকো আস্ত পরগনাকে।
©-কল্যাণ অধিকারী
লেখার মানানসই চিত্র গুগল থেকে নেওয়া।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য