আজও বৃষ্টি ঝরলে মনে পরে শুধু তোমায়



নোট বন্দি পোস্ট কার্ড

-কল্যাণ অধিকারী
রাত গভীর হচ্ছে সফেদ কুয়াশায়,
সকাল জুড়ে মিষ্টি শীতের পরশ।
ঘুরলো নোট বন্দির দুটি বছর,
স্বস্তি কোথায় শুধুই কি ডামাডোল!
আজও বৃষ্টি ঝরলে মনে পরে শুধু তোমায়,
তুমি বিরোধীদের নোট বন্দি,
ইতিহাসের পাতার বিন তুঘলক।
আবার তুমি দেশের অর্থনীতির ফুরফুরে বাতাস।
তোমার বাতাসে ভেঙেছে কারো ঘর,
কেউ ঠাঁই পেয়েছে শশ্মানে কিংবা কেদারায়।
তবুও আজ নোটবন্দির আরও এক বর্ষপূর্তি,
কালা ধন'দের বিরুদ্ধে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত অর্থনীতি।
দেশবাসী লড়ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত,
কিন্তু বিদায় নিল কি স্বচ্ছ ভারতের কাঙ্খিত স্বপ্ন?
আজও পেলাম না তো পনেরো লাখি ব্যান্ড নোট।
নিঃশ্বেস হল নাতো দৈত্যপুরী দুর্নীতি।
ব্যাপারটা কিছুটা অপ্রত্যাশিত লেগেছিল তখনি,
যে দেশে পোড়া রুটির লড়াই,
বেহালা চৌরাস্তার জ্যাম কে পিছনে ফেলে।
মিনিস্টার্স মূর্তি গঠনের কথা আউড়ে চলে।
সেখানে বাতিল হোক পনেরো লাখি দোহাতি ব্রান্ড।
এ দেশে জিও র গতি এখন বেলগাড়ি।
তবুও পরব দেখতে গিয়ে প্রাণ দিতে হয় ট্রেনের চাকায়।
ট্রাস্ট মি স্যর, আজও ভরসায় রয়েছি
আপনার পোস্ট কার্ডের অপেক্ষায়।
রাতে শোবার আগে কুয়াশার দিকে
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়
গহন-দ্বারে বারে বারে।
©-কল্যাণ অধিকারী
চিত্র গুগল।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য