চোখ দুটো টানাটানা ঠোঁট দুটো লাল



অগনিত ভক্তদের মাঝে আমিও থেকে গেলাম সাতাশমহলে

-কল্যাণ অধিকারী
মিশরের নীলনদ কে আকাশে মিলিয়ে পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়। বাংলা-হিন্দি ছায়াছবি হোক বা কাওয়ালী যে কোনো ধরনের গানে অদ্বিতীয় মহম্মদ আজিজ জমানার আজ রচিত হল ইতিহাস।
আলোর তারিখ মেপে ৬৪ বসন্ত পার করে হারিয়ে গেলেন 'আয়ে ওযাতেন তেরে লিয়ে'। ভক্তের মোবাইলের ভান্ডারে রাখা রিংটোনটা এবার তুলে ধরবে পূর্বের স্মৃতি। ১৯ এর দোরগোড়া ছেরে চলে যাওয়া সুরেলা কণ্ঠের আজিজ হাজার হাজার কক্ষ পথ ঘুরে ফিরে আসবেন। 'চোখ দুটো টানাটানা ঠোঁট দুটো লাল' গান ধরে।
ছোটবেলায় একটা গান শুনেছিলাম 'জীবনে চলার পথে যত করি ভুল, ভুলটাকে ভুল করে ভাবি রাঙা ফুল'। আজকের শীতের রাতেও মানেটা খুঁজে বেড়াই। আপনার গানের অগনিত ভক্তদের মাঝে আমিও থেকে গেলাম সাতাশমহলে। খুশীর প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়, আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়।
©-কল্যাণ অধিকারী

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য